চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত
ডেস্ক রিপোর্ট: আরেকবার চাপের মুখে চওড়া হলো বিরাট কোহলির ব্যাট। অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৩ রানের মধ্যে দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মাকে হারিয়ে বিপদে পড়ে ভারত। তখনই দুর্দান্ত লড়াই করলেন কোহলি। তাকে সুযোগ্য সঙ্গ দিলেন শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। শ্রেয়াসের সঙ্গে ১১১ বলে ৯১, অক্ষরের সঙ্গে ৪৪ ও লোকেশের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ভারতকে জিতিয়েছেন কোহলি। মঙ্গলবার দুবাইয়ের এ জয় ভারতকে এনে দিয়েছে নবম চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট।
শেষ দিকে হার্দিক পান্ডিয়া ২৪ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায় ২৮ রানের মহামূল্যবান ইনিংস না খেললে হয়তো বিফলেই যেত কোহলির মাস্টারক্লাস। ২০ বলে ২৪ রানের প্রয়োজন—এ সময় অ্যাডাম জাম্পার বলে টানা দুই লং-অফ অঞ্চল দিয়ে বিশাল ছক্কা মেরে সব উত্তেজনায় জল ফেলে দেন হার্দিক। পরের ওভারে আরেক বাউন্ডারি মেরে হার্দিক যখন আউট হয়ে যান তখন দলের প্রয়োজন ১৪ বলে ৬ রান। ৪৮তম ওভারে ম্যাক্সওয়েলের বলে লোকেশের ছক্কায় ফাইনালে উঠে যায় ভারত।
এর আগে ৫৪ রানের মধ্যে কুপার কনোলি ও ট্রাভিস হেডকে হারানোর পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে ভর করে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। স্মিথ ৯৬ বলে ৭৩ ও ক্যারি ৫৭ বলে ৬১ রান করেন। মোহাম্মদ শামি ৪৮ রানে ৩ উইকেট নেন।
বুধবার (৫ মার্চ) লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। রোববার দুবাইয়ে ফাইনাল।
বিনিয়োগবার্তা/ডিএফই//