DSE CSE Closed

পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে টানা ৯ দিন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন দেশের পুঁজিবাজারে লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। সে সময় স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। আগামী ৩ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করেছে। সরকারের এই ছুটি ঘোষণার কারণে ৩ এপ্রিল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। ফলে ঈদ উপলক্ষে ছুটি থাকবে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। তবে টানা পাঁচ দিন বন্ধের পূর্বে এবং পরে দুদিন করে মোট চার দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হবার ফলে টানা ৯ দিনের বিরাট ছুটির ফাঁদে পরেছে পুঁজিবাজার। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল থেকে স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন শুরু হবে।

অর্থাৎ ঈদের ছুটি শেষে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)