মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি বিআইসিএমের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷
এ সময় ইন্সটিটিউটের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, গ্রন্থাগারিক নাজমুল হক গাজী, সহকারী পরিচালক মজিবুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ, সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার মতিউর রহমানসহ ইনস্টিটিউটের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫, ও ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’ উপলক্ষে ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করা হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//