ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারী।
এদিন সকাল ৯টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের এ শীর্ষ সম্মেলন গতকাল বুধবার শুরু হয়েছে, যা শেষ হবে আগামীকাল ৪ এপ্রিল। প্রধান উপদেষ্টা সফরের প্রথম দিন ইয়ুথ কনফারেন্সে অংশ নেবেন এবং পরবর্তী দিন সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে।
সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা।
আগামীকাল ৪ এপ্রিল এ সম্মেলনের শেষের দিন বিমসটেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে অর্পিত হবে। একইদিন ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা।
বিনিয়োগ বর্তা/এসএেম//