বিএসইসির ২২ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ জন কর্মকর্তাকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। সেইসাথে ২ জন কর্মকর্তাকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় কমিশন। এতে গত মার্চ থেকে যে অস্থিরতা চলছিল তাতে নতুন মাত্রা যোগ করল রাশেদ মাকসুদ নেতৃত্বাধীন কমিশন।
গত ৬ মার্চ বিএসইসি চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান যে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন তারা আছেন এ তালিকায়। তাঁদের মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে আগেই বরখাস্ত করা হয়েছে এবং নির্বাহী পরিচালক মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। বাকি ১৪ জন কর্মকর্তাসহ আরও ৮ জন কর্মকর্তা বরখাস্তের তালিকায় আছেন।
বরখাস্তের তালিকায় থাকা বাকি কর্মকর্তারা হলেন, পরিচালক আবুল হাসান, পরিচালক ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপ পরিচালক নানু ভূইয়া, সহকারী পরিচালক আমিনুল হক খান, সহকারী পরিচালক তরিকুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা সমির ঘোষ, ব্যক্তিগত কর্মকর্তা রকিবুল ইসলাম আকন্দ।
এছাড়া ২ জনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানো নোটিশ পাওয়া ২ কর্মকর্তা হলেন, সহকারী পরিচালক মাকসুদা মিলা ও ব্যক্তিগত কর্মকর্তা কাউসার পাশা বৃষ্টি।
আগের মামলায় বিএসইসির যেসব কর্মকর্তা আসামি ছিলেন তারা হলেন, নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, উপপরিচালক আল ইসলাম, উপপরিচালক শহিদুল ইসলাম, উপপরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, সহকারী পরিচালক রায়হান কবীর, সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক আব্দুল বাতেন, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ এবং লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী।
বিনিয়োগবার্তা/ডিএফই//