ইপিবির সর্বশেষ পরিসংখ্যান
১০ মাসে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ৯ দশমিক ৮৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ থেকে ৪০ দশমিক ২০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার। এ হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরের এপ্রিলে রফতানি হয়েছে ৩ দশমিক শূন্য ১৬ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। এ হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ১ শতাংশেরও কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ থেকে ৩২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক (আরএমজি) রফতানি হয়েছে, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। এ হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরের এপ্রিলে বাংলাদেশে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ২ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এ হিসেবে প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৪৪ শতাংশ।
বিভাগ অনুযায়ী, এপ্রিলে নিট পোশাক রফতানিতে ৫ দশমিক শূন্য ৮ শতাংশ প্রবৃদ্ধি হলেও ওভেন পোশাকের রফতানি কমেছে ৪ দশমিক ৬৫ শতাংশ। তবে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে নিট পোশাক রফতানি ১০ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। অন্যদিকে ওভেন পোশাকের রফতানি ৯ দশমিক ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার।
ইপিবির তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত ৮৫৯ মিলিয়ন ডলারের কৃষিপণ্য রফতানি হয়েছে, যা আগের বছরের ৮২৪ মিলিয়নের তুলনায় ৪ দশমিক ১৯ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে হিমায়িত ও জীবন্ত মাছ রফতানি হয়েছে ৩৭৩ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৪ দশমিক ৭০ শতাংশ বেশি। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি ১০ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ৯৩২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। প্লাস্টিক পণ্যের রফতানি ১৯ দশমিক ৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ মিলিয়ন ডলারে।
চামড়ার তৈরি জুতার রফতানিতে ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের বছরের ৪৩২ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৫৪৫ মিলিয়ন ডলার। তবে চামড়াজাত অন্য পণ্যের রফতানি ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮০ মিলিয়ন ডলার।
পাট ও পাটজাত পণ্যের রফতানি ৬ দশমিক ৮৯ শতাংশ কমে ৬৮৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। হোম টেক্সটাইল খাতে ৪ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে রফতানি হয়েছে ৭৪০ মিলিয়ন ডলারের পণ্য।
নন-লেদার ফুটওয়্যার খাত রফতানি আয়ে ৩১ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। গত ১০ মাসে এ খাত থেকে ৪৪৬ মিলিয়ন ডলার আয় হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৪০ মিলিয়ন ডলার। ফার্মাসিউটিক্যালস খাত থেকে রফতানি আয় ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ মিলিয়ন ডলারে।
বিনিয়োগবার্তা/এসএএম//