Asia Cup Bangladesh VS Pakistan

মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে?

খেলাধুলা ডেস্ক: ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোর পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। বলা যায় টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। যে দল জিতবে তারা ফাইনাল খেলবে, হারা দলের হয়ে যাবে বিদায়।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল ফেবারিট? সবমিলিয়ে পরিসংখ্যানে পাকিস্তান পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে। টি-টোয়েন্টিতে দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে মাত্র ৫ বার। বাকি ২০ বারই জয় পাকিস্তানের।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান টাইগারদের জন্য বেশ আশা জাগানিয়া। পাকিস্তানের বিপক্ষে সবশেষ চার ম্যাচে দুটিতে জিতেছে লিটন দাসের দল।

এশিয়া কাপের আগে ঘরের মাঠে এই পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। ফলে সবশেষ তিন ম্যাচের হিসেব করলে বাংলাদেশই এগিয়ে।

এখন দেখা যাক, মাঠের লড়াইয়ে কারা জেতে। বাংলাদেশ নাকি পাকিস্তান, কে হবে ফাইনালে ভারতের সঙ্গী? উত্তরটা জানা যাবে কয়েক ঘণ্টা পরই।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)