Sorasto

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো ও দেশে অসুরের মুখে দাঁড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এর মধ্য দিয়ে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, পাবর্ত্য এলাকায় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে তুলকালাম হয়েছে, মেডিকেল টেস্টে তার কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রেণে নেয়া সম্ভব হয়েছে। এরইমধ্যে পাবর্ত্য চট্টগ্রাম এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরো বলেন, দুর্গাপূজায় অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে ফ্যাসিস্টের দোসররা ধর্মীয় বিভেদ, সহিংসতা ও সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবিদেরও ইন্ধন ছিল। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর হয়েছে।

এছাড়া জাতীয় নির্বাচন, রাকসু-চাকসু, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, রোহিঙ্গা ও লুট হয়ে যাওয়া অস্ত্র নিয়েও কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিবা/এসএএম//


Comment As:

Comment (0)