এফবিবিসিআই ৫

সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট শুরু ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক বিনির্মাণে ঢাকায় শুরু হতে যাচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আয়োজিত এ সামিট আগামী ৭ অক্টোবর রাজধানীর একটি হোটেলে শুরু হবে। এতে অংশ নেবেন বাংলাদেশ ও সৌদি আরবের ব্যবসায়ী, কোম্পানি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, নীতি নির্ধারকরা।

আজ রোববার গুলশানে সামিটের লিড স্পনসর সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিটের উদ্বোধন ও বিস্তারিত বিষয় তুলে ধরেন এসএবিসিসিআই'র সভাপতি আশরাফুল আলম চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা উপলব্ধি করি, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক বিনির্মাণে এই যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশ সক্রিয়ভাবে সৌদি বাজারে উপস্থিতি বাড়াতে কাজ করছে।

তিনি আরো বলেন, বিদায়ী অর্থবছরে সৌদিতে আমাদের রফতানি ছিল ২৯ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরে যা ছিল ৩১ কোটি ডলার। দুই দেশের বাণিজ্যের পরিমাণ দুই বিলিয়ন ডলার প্রায়। সৌদি আরব থেকে বাংলাদেশ সার, প্লাস্টিকের কাঁচামালা, স্বর্ণ, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে। বাংলাদেশের দক্ষ-অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। বর্তমানে ৩০ লাখের বেশি বাংলাদেশী সৌদি আরবে বিভিন্ন কর্মে নিযুক্ত।

সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি ও গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, সৌদি আরবে বাংলাদেশীদের বাণিজ্যের বিরাট সম্ভবনা রয়েছে। যে সামিট হতে যাচ্ছে তা দুই দেশের বাণিজ্য সম্পর্কে জোরদার করবে।

বিজনেস সামিটে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে, যার নেতৃত্বে থাকবেন শেখ ওমর আব্দুল হাফিজ আমিরবকশ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসএবিসিসিআইর সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, সিটি ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী ।

বিবা/শামীম//


Comment As:

Comment (0)