এপেক্স ট্যানারির পর্ষদ সভা ১৪ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল- জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এদিকে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৪৮ পয়সা লোকসান হয়েছিলো। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১২ টাকা ২৬ পয়সা লোকসান। গতবছর একই সময়ে ২ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।
বিবা/শামীম//