টানা চার দিন দরপতনের বৃত্তে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৩ দিনের ন্যায় বৃহস্পতিবারও (০৯ অক্টোবর) মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেন। এদিন ৭৪ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৪ পয়েন্টে। যা বুধবার ৩৯ পয়েন্ট, মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট কমেছিল।
এর আগের ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে ৫ অক্টোবর ৩২ পয়েন্ট, ৩০ সেপ্টেম্বর ২৬ পয়েন্ট ও ২৯ সেপ্টেম্বর ১০ পয়েন্ট বেড়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৬১১ কোটি ৮৭ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ৮১ কোটি ৬৯ লাখ টাকার বা ১৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭২টি বা ১৮.১৪ শতাংশের। আর দর কমেছে ২৯২টি বা ৭৩.৫৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩টি বা ৮.৩১ শতাংশের।
বিবা/এসএএম//