MetLife Bangladesh

সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কেয়ারে বিশেষ ডিসকাউন্ট পাবেন মেটলাইফের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ ব্যাপারে গ্রাহকেরা যাতে উদ্যোগী হতে পারেন সেজন্য সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কেয়ারের (পিএইচডব্লিউসি) সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। এর ফলে মেটলাইফের গ্রাহকেরা পিএইচডব্লিউসি’র থেরাপি ও কাউন্সেলিং সেবায় বিশেষ ছাড় উপভোগ করবেন।

এ চুক্তির অংশ হিসেবে, মেটলাইফের গ্রাহকেরা পিএইচডব্লিউসি’র মেন্টাল হেলথ প্যাকেজে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। মেটলাইফের ইস্যু করা লাইফ কার্ড দেখিয়ে এ বিশেষ ছাড় উপভোগ করা যাবে। ওয়ান বাই মেটলাইফ মোবাইল অ্যাপ থেকে এ কার্ডের ডিজিটাল কার্ড ডাউনলোড করা যাবে।

গ্রাহকদেরকে লাইফস্টাইল কেন্দ্রিক সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে মেটলাইফ।

অসুস্থতা শনাক্তকরণ, চিকিৎসা এবং ব্যক্তি, দম্পতি ও পরিবারের জন্য থেরাপিসহ নানা ধরনের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে স্বনামধন্য প্রতিষ্ঠান পিএইচডব্লিউসি। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৭ হাজারেরও বেশি ব্যক্তিকে ৪০ হাজারেরও বেশি থেরাপি সেশন প্রদান করেছে এবং ১১০টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিএইচডব্লিউসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নোমানুজ্জামান এবং হেড অব অপারেশনস ডা. সানজিরা নুসরাত। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং শিউলি আখতার, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট।

বিবা/এসএএম//


Comment As:

Comment (0)