সপ্তাহের ব্যবধানে উভয় পুঁজিবাজারে মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে (০৫-০৯ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে সূচকের পতন হলেও সপ্তাহটিতে লেনদেন বেড়েছে।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭ হাজার ৯৩৭ কোটি টাকা বা ১ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৪২৫ কোটি ৩২ লাখ টাকার বা ৭৭ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩২পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০৩৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টির বা ১৯.৯৪ শতাংশের, কমেছে ২৯৮টির বা ৭৫.২৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির বা ৪.৭৯ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৬১ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৯৪৮ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির দর বেড়েছে, ১৯৭টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
বিবা/শামীম//