USA China Ready for any war

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
সূত্র: বিবিসি।

এর আগে ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প বলেন, চীন তাদের বিরল জ্বালানি রফতানিতে কড়াকড়ি আরোপ করে খুবই ‘শত্রুতাপূর্ণ’ হয়ে উঠছে। এর মাধ্যমে চীন বিশ্বকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। পরে জানান, বৈঠক এখনও বাতিল করা হয়নি, তবে সেটি হবে কিনা তা তিনি জানেন না।

এদিকে, ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন পুজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে। সূচক ২ দশমিক ৭% কমে বন্ধ হয়েছে, যা এপ্রিল মাসের পর থেকে সবচেয়ে বড় পতন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)