জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেপ্তার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বদরুজ্জামানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণ নিয়োগপ্রাপ্ত ১৬৯ জনকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের ঘটনায় ২০১২ সালের ২৯ জুন জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে আদালতে পাঠায় পুলিশ। মামলাটি তদন্তে দুদককে দায়িত্ব দেয় আদালত। মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী। তদন্তের সুবিধার্থে অভিযুক্ত ১৩ জনের মধ্যে এর আগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার মূল অভিযুক্ত মো. বদরুজ্জামানকে গত রাতে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
(ইউএম/ ১৩ মার্চ ২০১৭)