ফিন্যান্সিয়াল লিটারেসিং নিয়ে বিএসইসির ওর্য়াকশপ সম্পন্ন

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের অংশ হিসেবে মুখ্য প্রশিক্ষকদের (Master Trainers) প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও ধারণা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দিনব্যাপী একটি ওর্য়াকশপ সম্পন্ন করেছে। রবিবার সকালে কমিশনের সভাকক্ষে ওর্য়াকশপটি উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

অনুষ্ঠানে ড. এম. খায়রুল হোসেন দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের মুখ্য প্রশিক্ষক, প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের নিজ নিজ দায়িত্ব গুরুত্বের সাথে পালনের আহ্বান জানান। এর পাশাপাশি উক্ত কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা ও প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে পুঁজিবাজার ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রণী ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন তিনি।

উক্ত ওর্য়াকশপে বিএসইসি’র কমিশনারবৃন্দ, নির্বাহী পরিচালকগণ, পরিচালকগণ, ডিএসই, সিএসই ও সিডিবিএলের উর্ধ্বতন কমকর্তাগণ, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী, মার্চেন্ট ব্যাংক, ফান্ড ম্যানেজারদের নির্বাহী কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

(এসএএম/ ১২ ফেব্রুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)