আমরা নেটওয়ার্কসের ১৬তম এজিএম সম্পন্ন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ। এই সভায় সৈয়দ ফারহাদ আহমেদ ও সৈয়দা মুনিয়া আহমেদ কোম্পানির বিধি অনুযায়ী যথাক্রমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক হিসেবে পুনর্নিবাচিত হয়েছেন।
আমরা নেটওয়ার্কস লিমিটেড ২০১৭ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। এজিএমে অংশীদাররা এ লভ্যাংশ অনুমোদন করেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ সভায় তাঁর স্বাগত বক্তব্যে ২০১৭ অর্থবছরে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন।
সৈয়দ ফারহাদ আহমেদ অংশীদারদের বলেন, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত ২০১৬-১৭ অর্থবছরে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে। এএনএল-এর রাজস্ব প্রবৃদ্ধি ছিলো স্থিতিশীল ও সন্তোষজনক। গ্রাহকসেবায় উৎকর্ষে পৌঁছানোর জন্য আমরা নিজেদের নিয়োজিত করেছি- যা অংশীদারদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনেও সহায়ক হয়েছে। হালনাগাদ প্রযুক্তির সমন্বয়ে আমরা আমাদের পরিষেবাসমূহের পরিধি বাড়াতে ও সমৃদ্ধ করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি।
আমরা নেটওয়ার্কস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক বাজারে পুনরায় জোরেশোরে প্রবেশ করতে ও বর্তমান ভাবমূর্তিকে অক্ষুন্ন রাখতে ক্রমাগত সমর্থন ও সহযোগিতার জন্য এই কোম্পানির অংশীদারদের প্রশংসা করেন। তিনি কোম্পানির আয়, ক্ষমতা ও সুনাম বৃদ্ধিতে গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য অংশীদারদের ধন্যবাদ জানান।
এ-দিন সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ ও ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান, কোম্পানি সচিব একেএম কামরুজ্জামান, গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জহরুল সৈয়দ বখ্ত এবং আমরা নেটওয়ার্কসের প্রধান অর্থ কর্মকর্তা মো. এনামুল হক।
আমরা নেটওয়ার্কস লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ উপস্থিত সবাইকে নিশ্চিত করেন যে, কোম্পানি সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে তার প্রতিশ্রুতি ও শ্রেষ্ঠত্ব রক্ষা করেছে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি কোম্পানির প্রতি ক্রমাগত বিশ্বাস ও আস্থা রাখার জন্য অংশীদারদের ধন্যবাদ জানান।
(এসএএম/ ২২ ডিসেম্বর ২০১৭)