সিম্ফনি ফোরজি স্মার্টফোন পি৯ প্লাস
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে—এমন একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে সিম্ফনি। পি৯ প্লাস মডেলের স্মার্টফোনটি সেলফিপ্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটির সামনে ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ক্যামেরার অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এইচডিআর মোড, প্যানারোমা মোড, জিরো শাটার ডিলে, অটো সিম ডিটেকশন এবং বিউটি মোড। ফোনটির পেছনে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ছবি তোলা যায়।
সিম্ফনির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ২.৫ডি কার্ভড ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম, তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর দাম ১৩ হাজার ৪৯০ টাকা।
(আরআর/৯ জানুয়ারী ২০১৮)