ডিজিটাল ইনোভেশন ফেয়ারের ইন্টারনেট পার্টনার ‘আমরা’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ডিজিটাল ইনোভেশন ফেয়ার ২০১৮-এ ইন্টারনেট এবং ওয়াইফাই পার্টনার হিসেবে অংশগ্রহণ করলো দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান ‘আমরা’।
যশোরের কালেক্টরেট অফিসে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ মেলা।
তথ্যপ্রযুক্তি-বিষয়ক এই মেলাটি চলবে ৭ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস্ টু ইনফরমেশন (এ২আই) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতি বছর ৬৪ টি জেলায় অনুষ্ঠিত হয়ে আসছে ডিজিটাল ইনোভেশন ফেয়ার।
প্রযুক্তি-উদ্যোক্তা ও উদ্ভাবকদের তথ্যপ্রযুক্তি পণ্য, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, মোবাইল ব্যাংকিং এবং ই-লার্নিং পণ্য প্রভৃতি প্রদর্শন করার জন্য এটি একটি বিশেষ সুযোগ।
মেলা প্রাঙ্গনে উচ্চগতির ইন্টারনেট এবং ওয়াইফাই সংযোগ প্রদান করেছে ‘আমরা’।
(এসএএম/ ০৭ ফেব্রুয়ারি ২০১৮)