সার্ক অঞ্চলের ‘পলিকম পার্টনার অফ দি ইয়ার’ পুরস্কার পেলো ‘আমরা’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সার্ক অঞ্চলের সম্মানজনক ‘পলিকম পার্টনার অফ দি ইয়ার পুরস্কার-২০১৭’ অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ‘আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল ‘ ।

সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত ‘এস্সেন্ড ২০১৮ পলিকম পার্টনারস সামিট’ এ কোম্পানিটিকে এই পুরস্কার দেওয়া হয়।

পলিকম ইনকরপোরেশন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ভিডিও, ভয়েস ও কনটেন্ট সমন্বয়ক এবং যোগাযোগ প্রযুক্তি-সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

‘আমরা নেটওয়ার্কস লিমিটেড’ (এএনএল) ‘আমরা কোম্পানিজ’-এর অন্যতম স্ট্র্যাটেজিক ব্যবসা প্রতিষ্ঠান- যারা বিশেষায়িতভাবে ইন্টারনেট ও ডেটা সংযোগ, ভিডিও পর্যবেক্ষণ, ভিডিও সম্মেলনসহ অন্যান্য প্রযুক্তি-সেবা দিয়ে থাকে।

আমরা নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ,  কোম্পানির এজিএম (আইওটি) মনিরুল ইসলাম,  ব্যবস্থাপক (স্ট্রাটেজিক সেল্স) নাহিদা আক্তার এবং সিনিয়র এক্সিকিউটিভ (আইওটি) মো. হাজ্জাজ হোসেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে সারাবিশ্ব থেকে পলিকমের অংশীদাররা অংশ নেয়।

(এসএএম/ ১২ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)