২০ ফেব্রুয়ারি থেকে ফোর-জি সেবা গ্রাহকদের
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ফোর-জি বা চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা বিস্তৃত করার জন্য তরঙ্গের নিলাম শুরু হয়েছে। নিলামে জয়ী হওয়া মোবাইল অপরাটেরগুলোকে ২০ ফেব্রুয়ারি লাইসেন্স দেওয়া হবে। এরপর থেকে গ্রাহকরা ফোর-জি সেবা পাবে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা ক্লাব থেকে চলমান নিলাম অনুষ্ঠান হতে এ তথ্য পাওয়া।
নিলামে অংশ নিয়ছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক। নিলামে উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযেোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
এছাড়া নিলাম অংশ নেয়া অপারেটর দুইটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত আছেন। নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখী হবেন শাহজাহান মাহমুদ।
এদিকে নিলাম পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশের শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। দুপুরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
ফোরজি নীতিমালা অনুসারে ১৮ মাসের মধ্যে সবগুলো জেলা শহরে নতুন প্রজন্মের এ সেবা চালু করতে হবে। আর ৩৬ মাসের মধ্যে উপজেলা পর্যায়ে এই সেবা নিয়ে যেতে হবে। তবে শুরুর দিকে শুধু বড় শহরেই এই সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেননা, এখনো সারা দেশে থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারেনি টেলিকম অপারেটরগুলো।
(এমআইআর/ ১৩ ফেব্রুয়ারি ২০১৮)