গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী শাহেদ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) হিসেবে কাজী মোহাম্মদ শাহেদকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে বিদায়ী সিএইচআরও মো. শরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় গ্রামীণফোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী মোহাম্মদ শাহেদ টেলিনর ইন্ডিয়ার সিএইচআরও হিসেবে কর্মরত ছিলেন। তিনি দ্বিতীয়বারের মতো গ্রামীণফোনের সিএইচআরও হিসেবে যোগ দিচ্ছেন।

এর আগে ২০১৫ এর আগস্টে টেলিনর ইন্ডিয়াতে যোগ দেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে ২৮ বছরের কর্ম অভিজ্ঞতা রয়েছে তার।

২০১২ সালের নভেম্বরে গ্রামীণফোনে যোগ দেয়ার আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর উৎপাদন খাত ছাড়াও সিএইচআরও হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন।

পুনরায় গ্রামীণফোনে যোগ দেয়ার বিষয়ে কাজী শাহেদ বলেন, ভারতের দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশের অভিজ্ঞতা প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক দক্ষতা চিহ্নিত করা শিখিয়েছে। যা গ্রামীণফোনের মানবসম্পদ উন্নয়নে কাজে দেবে।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে স্নাতক শাহেদ ব্যবসায় প্রশাসনে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

শাহেদকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের সিইও পেটার বি ফারবার্গ বিদায়ী সিএইচআরও শরিফকেও শুভকামনা জানান।

তিনি বলেন, মানবসম্পদ আর সংগঠন বিষয়ে শরিফের অবদান গ্রামীণফোনকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এখন চলমান রূপান্তর প্রক্রিয়ায় শাহেদের দিক নির্দেশনার অপেক্ষায় আছি।

 

(ইউএম/ ২২ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)