ডট বাংলা ডোমেইন ফি এখন ৮০০ টাকা

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন ৮০০ টাকা ফিতে প্রদান করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি এক বছরের জন্য এই ফি নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৭ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা রেজিস্ট্রেশন করা হবে।

বিজ্ঞপ্তি বিটিসিএল জানিয়েছে, আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বার্ষিক ফি ছিল যথাক্রমে ৫ হাজার টাকা, ১৫ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা, যা কমিয়ে বর্তমানে সমহারে মাত্র ৮০০ টাকা ধার্য করা হয়েছে।

অনলাইনে ডোমেইনের জন্য আবেদন বরাদ্দ ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে।

আগ্রহী গ্রাহকদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য বিটিসিএল’র ওয়েবসাইট বিটিসিএল.বাংলা- তে ভিজিট করার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

(এমআইআর/ ০৭ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)