সফটওয়্যার সরবরাহে ‘আমরা ও যবিপ্রবি’র মধ্যে চুক্তি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:‘আমরা কোম্পানিজ’সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী  ‘আমরা’যবিপ্রবি’র শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাইক্রোসফট-এর আসল উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস (সফটওয়্যার)  সরবরাহ করবে।

বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এই যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। পাশাপাশি মাইক্রোসফট-এর ইমাজিন একাডেমি কর্মসূচিতে অংশ নিয়ে যবিপ্রবি’র শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে। মাইক্রোসফট-এরইমাজিন একাডেমি কর্মসূচিতে অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট পরীক্ষায় অংশ নিয়ে সনদপত্র পাওয়ার সুযোগ রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এম. আনোয়ার হোসেন, আইসিটি বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ রহমান ও বিভাগীয় প্রধানবৃন্দএবং ‘আমরা’র পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম, উপ-মহাব্যবস্থাপক সোলায়মান সুখন ও যশোর আঞ্চলিক পরিচালন ব্যবস্থাপক রাজিব হাসান খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধান তথ্য প্রযুক্তি (আইটি) ও তথ্য প্রযুক্তি সেবা প্রদানকারী (আইটিইএস) কোম্পানি হিসেবে ‘আমরা’যবিপ্রবি’র সঙ্গে এ-ধরনের উদ্যোগে থাকতে পেরে এবং শিক্ষাখাতের উন্নয়নে অবদান রাখতে পেরে গর্ববোধ করছে।

(এসএএম/ ০২ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)