এনইউবিটিকে ডিজিটাল কার্নিভালে ‘আমরা’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) প্রাঙ্গনে গত ৭ এপ্রিল অনুষ্ঠিত তথ্য প্রযুক্তি উৎসব ‘ডিজিটাল কার্নিভাল ২০১৮’এ  অংশ নিয়েছে ‘আমরা’।

এই আয়োজনে ছিলো প্রতিযোগিতা, কর্মশালা, আলোচনাসভা এবং শিক্ষার্থী, তথ্যপ্রযুক্তি পেশাদার ও নীতিনির্ধারকদের জন্য বি টু সি (ব্যবসা-ভোক্তা)-বিষয়ক অনুষ্ঠান।

এই উৎসবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ আলহাজ মিজানুর রহমান, এনইউবিটিকে’র উপাচার্য অধ্যাপক ড. এওয়াইএম আব্দুল্লাহ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষকবৃন্দ, যাঁদের মধ্যে রয়েছেন Ñ অধ্যাপক ড. নুরুন্নবি মোল্লা (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), অধ্যাপক ড. এম.এ. হাশেম (বৈদ্যুতিক ও তড়িৎ প্রকৌশল বিভাগ); ‘আমরা’র পক্ষে উপস্থিত ছিলেন ‘আমরা টেকনোলজিস লিমিটেড’-এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সারফুল আলম, ব্র্যান্ড ও পণ্য উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনজুর মোর্শেদ মশাল, এবং যশোরের আঞ্চলিক পরিচালন ব্যবস্থাপক রাজিব হাসান খান।

উৎসব চলাকালে  ‘মাইক্রোসফট অফিস ৩৬৫ এবং চাকরির বাজারে এর প্রভাব’ শীর্ষক একটি কর্মশালা পরিচালনা করেন সারফুল আলম।

এই ধরনের জ্ঞান-বৃদ্ধিকারী আয়োজনের অংশ হতে পেরে ‘আমরা’ গর্বিত এবং ভবিষ্যতেও এ-রকম উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে ইচ্ছুক। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১০ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)