প্রথম প্রান্তিকে আয় কমেছে গ্রামীণফোনের
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের তুলনায় কমেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.৮৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস কমেছে ১২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১১.৬০ টাকা। ৩১মার্চ,২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২.৭৩ টাকা।
(এসএএম/ ২১ এপ্রিল ২০১৮)