‘সিকিউরিটি অপারেশন সেন্টার’ স্থাপন করবে আমরা টেকনোলজিস

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘সিকিউরিটি অপারেশন সেন্টার’ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমেটডের পরিচালনা পর্ষদ। এ প্রকল্পে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেখ হাসিনা টেকনোলজিস পার্কে (যশোর হাইটেক পার্ক) এ ‘সিকিউরিটি অপারেশন সেন্টার’ স্থাপন করবে আমরা টেকনোলজিস লিমিটেড। প্রাইস ওয়াটারহাউজ কুপার্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই পার্ক স্থাপন করা হবে।

জানা গেছে, এই সিকিউরিটিজ অপারেশন সেন্টারের মাধ্যমে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম (ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, ডাটাবেইজ, ডাটা সেন্টার অ্যান্ড সার্ভার ইত্যাদি) মনিটিরিং, মূল্যায়ন ও পর্যালোচনা করার সেবা দেওয়া হবে। টেলিকম কোম্পানি, বহুজাতিক কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ এ ধরনের প্রতিষ্ঠানের এসব সেবার প্রয়োজন হবে।

আলোচ্য সিকিউরিটি সেন্টারটির বাস্তবায়নের কাজ আগামী ৪ মাসের মধ্যে শেষ হবে। আর প্রকল্প বাস্তবায়ন শেষে কার্যক্রম শুরু করবে এটি। এই প্রকল্পে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে আমরা টেকনোলজিস লিমিটেড।

(এমআইআর/এসএএম/ ২৩ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)