আইটিসি’র তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফর্মেশন টেকনলজি কনসালটেন্টস লিমিটেড (আইটিসি)।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা।  গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৩৪ টাকা।

আর ৯ মাসে (জুলাই’১৭-মার্চ’১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৭৭ টাকা।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৯৮ টাকা।৯ মাসে শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.২৩ টাকা।

(এসএএম/ ৩০ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)