গ্রামীনফোনের পরিচালনা পর্ষদ সভা ১৫ জুলাই
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের গ্রামীণ ফোনের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন সংক্রান্ত বোর্ড সভা আগামী ১৫ জুলাই বেলা ২.৩৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানির ৩০ জুন ২০১৮ (এপ্রিল’১৮-জুন’১৮) সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। এছাড়া অর্ধবার্ষিক (জানুয়ারি’১৮-জুন’১৮) আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের বছর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’১৭-জুন’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫.৮৭ টাকা। এছাড়া অর্ধবার্ষিকে ((জানুয়ারি’১৮-জুন’১৮) ইপিএস হয়েছিল ১০.৭২ টাকা।
(এমআইআর/ ১১ জুন ২০১৮)