পুনরায় বরখাস্ত সিলেট ও রাজশাহীর মেয়র
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দায়িত্ব নিতে না নিতেই ফের সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। আইনি লড়াইয়ে জিতে রোববার সকাল ১১টায় মেয়রের চেয়ারে বাসার কিছু সময় পরেই ফের বরখাস্তের চিঠি মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে তুলে দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা।
রাজশাহী মেয়রের ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। নাটকীয়তার পরে আজ বেলা তিনটার দিকে বুলবুল সিটি করপোরেশনে তার কক্ষে বসেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ফ্যাক্সে তার সাময়িক বরখাস্তের আদেশ আসে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয় থেকে ফের বরখাস্তের বিষয়ে বলা হয়েছে, মামলা এখনও বিচারাধীন থাকায় তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ, রোববার বেলা সোয়া ১১টার দিকে মেয়র বুলবুল উচ্চ আদালতের রায় পাওয়ার পর দায়িত্ব নিতে নগর ভবনে যান। কিন্তু তার কক্ষে কে বা কারা তালা ঝুলিয়ে রাখে। তবে
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের রায়ের পর মেয়রের দায়িত্ব নিতে বুলবুল নগর ভবনে এসেছেন। কিন্তু তার দপ্তরে কে বা কারা তালা দিয়েছে। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত সমস্যার সমাধান হবে।
তবে বেলা দেড়টার দিকে বিশেষ কায়দায় মেয়রের কক্ষের দরজা খুলে ফেলা হয়। বেলা আড়াই পর্যন্ত সিটি করপোরেশনের সচিবের কক্ষে অবস্থান করছিলেন বুলবুল।
সাময়িক বরখাস্ত হওয়ার দুই বছর তিন মাস পর উচ্চ আদালতের নির্দেশে সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসলেন আরিফুল হক চৌধুরী। আজ রোববার বেলা সাড়ে ১১টায় তিনি নগরের কুমারপাড়ার বাসা থেকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে নগর ভবনে পৌঁছান।
সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। বাসা থেকে হেঁটে নগর ভবনে যাওয়ার সময় মেয়রকে রাস্তার দুই পাশ থেকে সাধারণ মানুষ হাত নেড়ে অভ্যর্থনা জানান। সে সময় তাকে ফুলের মালা দিয়েও শুভেচ্ছা জানানো হয়।
(ইউএম/ ২ এপ্রিল ২০১৭)