বিডিংয়ের অনুমোদন পেল এডিএন টেলিকম
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বুক বিল্ডিং প্রক্রিয়ার প্রাথমিক অনুমোদন পেয়েছে এডিএন টেলিকম লিমিটেড।
মঙ্গলবার (১৪ আগস্ট) কমিশনের ৬৫৫তম সভায় বুক বিডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা সংগ্রহ করবে এডিএন টেলিকম লিমিটেড। উত্তোলিত অর্থ দিয়ে ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচে ব্যয় করবে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির এককভাবে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২.৫২ টাকা এবং সমন্বিত ভাবে ২.৩৬ টাকা। ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ১.৮১ টাকা। আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.১৩ টাকা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
(এমআইআর/এসএএম/ ১৪ আগস্ট ২০১৮)