বন্দরে সতর্কতা, সারাদেশে ‘বিচ্ছিন্ন ঝড়-বৃষ্টির’ আশঙ্কা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের কারণে প্রচণ্ড ঢেউ ও ঝোড়ো হাওয়ার সৃষ্টি হয়েছে। সাগর উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়া উত্তর বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে।
এই অবস্থায় চট্টগ্রাম, মোংলা, পায়রাও কক্সবাজার সমুদ্রবন্দর তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে অধিদপ্তরের আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বজ্র-শিলাবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত সারা দেশে বাতাসের গড় আদ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ। আর এই কারণে বেশি গরম বোধ হতে পারে বলে জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোনিম্ন সিলেটে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় সিলেটে সবচেয়ে বেশি ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপরে নেত্রোকোনায় হয়েছে ৩৪ মিলিমিটার। রাজশাহীর তাড়াশে ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর সিলেটের শ্রীমঙ্গলে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
(ইউএম/ ৩ এপ্রিল ২০১৭)