২২ দিন পর আখাউড়া স্থলবন্দর চালু

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : টানা ২২ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবার চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। সকাল থেকে বন্দর দিয়ে অামদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানা গেছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, উভয়পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে মাছ রফতানি শুরু হয়। শুক্রবার দুপুরে সেখানকার ব্যবসায়ী ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের বৈঠক হয়।

এর আগে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে বিজেপির কয়েকজন নেতা ৫ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের রফতানি করা মাছ আটকে দেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন দুই দেশের ব্যবসায়ীরা।

(জেএইচ/২৯ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)