বান্দরবানে ডাকাতদলের গোলাগুলি, নিহত ৩

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’পক্ষের গোলাগুলিতে তাদের তিন সদস্য নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার বাইশারী এলাকার ৩নং রাবার বাগানের পাশ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আব্দুস সোবাহানের ছেলে ও ডাকাত দলের প্রধান আনোয়ার প্রকাশ আনাইয়্যা, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার নুরুল হকের ছেলে আব্দুল হামিদ ও সুপারিকাটা এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. পার‌ভেজ বা‌প্পি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ আলমগীর জানান, ভোর ৫টার দি‌কে ৩নং রাবার বাগান সংলগ্ন বা‌ড়ি‌তে গোলাগু‌লির শব্দ শোনা যায়। পরে বাগান শ্রমিকরা সেখানে তিন ডাকা‌তের মরদেহ দেখ‌তে পেয়ে খবর দি‌লে পুলিশ ঘটনাস্থ‌ল থেকে মরদেহগুলো উদ্ধার ক‌রে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ধারনা করা হচ্ছে, ডাকাতির মালামালের ভাগভাটোয়ারা নিয়ে নিজেদের গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে।

(জেএইচ/৩০ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)