চট্টগ্রাম বাণিজ্যমেলায় হাতিলের ফার্নিচারে ৫ শতাংশ মূল্যছাড়
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: ২৫তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে ৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে হাতিল ফার্নিচার।
চট্টগ্রামে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ২৫তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
সরোজমিন হাতিলের প্যাভিলিয়ন পরিদর্শন করে দেখা যায়, মেলায় হাতিলের স্টলটি তিনতালা বিশিষ্ট। মেলায় স্টলটির সাজানো হয়েছে খুবই আকর্ষণীয়ভাবে। মেলার নিচতালায় ঘরের আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। দ্বিতীয় তলায় সাজানো হয়েছে কিচেনের আসবাবপত্র, ডাইনিং টেবিল, কিচেনের বিশেষ কেবিনেট ইত্যাদি দিয়ে। এছাড়া ৩য় তলায় অফিস ফার্নিচার এবং বিভিন্ন মডেলের দরজা দিয়ে সাজানো হয়েছে।
নতুন পণ্যের মধ্যে রয়েছে বেড, ডাইনিং টেবিল, অফিস ফার্নিচার, সোফা, কিচেন কেবিনেট, সেন্টার টেবিল, কপি সেট, দরজা, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেজ, ওভেন, ম্যাগাজিং ট্রলি, ইত্যাদি নানা ধরনের ফার্নিচার।
বেড পাওয়া যাবে ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে, ডাইনিং টেবিল ৪৫ থেকে ৮০ হাজার, সোফা ৫৫ হাজার থেকে ২ লাখ, কিচেন কেবিনেট ২ থেকে সাড়ে ১১ লাখ টাকার মধ্যে।
হাতিলের সহকারী ম্যানেজার শেখ কামাল বলেন, মেলাতে আমরা মোট ৭২ টি আইটেমের ফার্নিচার এনেছি। আমাদের এখানে শুধু ঘরের ফার্নিচার সঙ্গে আছে অফিসের নানা ধরনের ফার্নিচার। মেলায় আনা প্রায় ৪০% ফার্নিচার একদম নতুন মডেলের।
তিনি জানান, মেলা উপলক্ষে হাতিল দিচ্ছে বিশেষ ছাড়। মেলাতে সকল পণ্যের উপর ৫% পর্যন্ত ছাড় থাকছে। শুধু মেলার প্যাভিলিয়নে নয়, চট্টগ্রামের হাতিলের যে শো-রুম আছে সেখানে এ অফার চলবে মেলা চলাকালীন সময় পর্যন্ত। এছাড়া এখান থেকে ফার্নিচার কিনলে আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। তবে নতুন ফার্নিচার অর্ডার দিলে আমরা ২৫ থেকে ৩০ দিনের মধ্যে এবং রেডিমেট ফার্নিচারের ক্ষেত্রে আমরা ৫ দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছি।
প্রসঙ্গত, এবারের বাণিজ্যমেলার কান্ট্রি পার্টনার হিসেবে মেলায় অংশগ্রহণ করছে থাইল্যান্ড। এছাড়া প্রথমবারের মতো মরিশাস এবারের মেলায় অংশ নিয়েছে। এছাড়া আর প্রতিবারের মতো ভারত ও ইরান মেলায় অংশগ্রহণ করেছে।
চার লাখ বর্গফুটের অধিক জায়গা জুড়ে অনুষ্ঠিত মেলায় এবার ১৬টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন; ৪টি মিনি মেগা প্যাভিলিয়ন; ৫টি প্রিমিয়ার প্যাভিলিয়ন; ১০টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন; ১৭২টি প্রিমিয়ার মেগা প্যাভিলিয়ন; ২২টি মেগা বুথ; ১০টি প্রিমিয়ার গোল্ড বুথ; ১৪টি স্ট্যান্ডার্ড বুথ; তিনটি রেস্টুরেন্টসহ মোট ৩৫টি প্যাভিলিয়ন; পার্টনার- কান্ট্রি থাই জোন ও তিনটি আলাদা জোন নিয়ে ৪৫০টিরও অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। মহিলা ও পুরুষদের জন্য আলাদা টিকেট কাউন্টারের ব্যবস্থা আছে।
(এমএ/এসএএম/ ০৫ এপ্রিল ২০১৭)