আমরা নেটওয়ার্কসের শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ১ টাকা ৬ পয়সা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ১৮ পয়সা।
এদিকে গত সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩৯ পয়সা। আগে যা ছিল ৩২ টাকা ৩৩ পয়সা। এ হিসেবে কোম্পানিটিরেএনএভিপিএস বেড়েছে ১ টাকা ৬ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওএফসিসিপিএস) হয়েছে দশমিক ১৪ টাকা।
(এসএএম/ ১৩ নভেম্বর ২০১৮)