এডিএন টেলিকমের ইপিএস ৪৮ পয়সা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৮-২০১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৪৬ টাকা।
এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯.২৮ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৫ টাকা।
৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন থেকে জানা যায়, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৭ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৩৬ টাকা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৮০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১৬.১৩ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৪০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩.৭১ টাকা।
এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার দর নির্ধারণের জন্য গত ৫ নভেম্বর সোমবার বিকাল ৫টা থেকে ৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বিডিং হয়। বিডিংয়ে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ হয় ৩০ টাকা। অর্থাৎ ৩০ টাকা পর্যন্ত বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা এর ১০ শতাংশ কম দরে ২৭ টাকায় শেয়ার পাবেন।
এডিএন টেলিকমের শেয়ারে ৬০০জন বিডার অংশগ্রহণ বা বিড করেছেন।
কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে।
আইপিও টাকা থেকে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়নে ৩২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ১৮ টাকা; ডাটা সেন্টার স্থাপনে ৯ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬০৯ টাকা; ব্যাংক ঋণ পরিশোধে ১২ কোটি ৬ লাখ ৩ হাজার ৩৭৩ টাকা এবং আইপিও খরচ খাতে ২ কোটি ৯৫ লাখ ব্যয় করা হবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রেজিস্ট্রার টু দ্যা ইস্যু হিসেবে রয়েছে রুটস ইনভেস্টমেন্টস লিমিটেড।
(এসএএম/ ২৭ নভেম্বর ২০১৮)