দর বাড়ার কারণ নেই ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোন প্রকার কারণ নেই বলে জানিয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ইনফরমেশন সার্ভিসের শেয়ারের দর গত ২২ নভেম্বর ছিল ৩৪ টাকা ২০ পয়সা, আর গত ২৮ নভেম্বর দর বেড়ে এ শেয়ার লেনদেন হয়েছে ৪০ টাকা ৫০ পয়সায়। আলোচ্য সময়ে এ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ১৮ দশমিক ৪২ শতাংশ।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
(কেএইচকে / ২৯ নভেম্বর ২০১৮)