ডিভিডেন্ড বাতিল করেছে ইনফরমেশন সার্ভিস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসের ডিভিডেন্ড বাতিল করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে ডিভিডেন্ডের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

ডিএসইর ওয়েবসাই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ৬ বছর পর ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডৈন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তাদের রিটেইনড আর্নিং নেগেটিভ থাকায় ডিভিডেন্ডের সিদ্ধান্ত বাতিল করা হয়।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র আইন অনুযায়ী রিটেইনড আর্নিং নেগেটিভ থাকলে ডিভিডেন্ড ঘোষণা করা যাবে না। এই আইন গত ২০ জুন প্রকাশ করেছে বিএসইসি। আর আইনটি জানা সত্ত্বেও কোম্পানিটি গত ২৮ অক্টোবর পর্ষদ সভায় ডিভিডেন্ড ঘোষণা করে।

পর্ষদ সভায় ডিভিডেন্ড এর পাশাপাশি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ০.৪৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.৪১ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৫৬ টাকা।

(ইএইচ / ১০ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)