বিসিবির চুক্তিতে নতুন চার মুখ
বিনিয়োগবার্তা ডেস্ক: বিসিবির চুক্তিতে গেলো বছর ছিলেন ১৪ জন ক্রিকেটার। এবার সংখ্যাটা বেড়ে দাঁড়াতে পারে ১৫ জনে! গেলো মাসে নতুন চুক্তির জন্য ১৫ ক্রিকেটারের তালিকা বোর্ডে জমা দিয়েছেন নির্বাচকেরা। তাতে নতুন মুখ রয়েছেন চার জন।
আসছে ১ বছর জাতীয় দলে কারা নিয়মিত খেলতে পারেন- তা বিবেচনা করেই ১৫ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছেন নির্বাচকেরা। এতে গেলোবারের ১৪ জনের তালিকা থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, আল আমিন হোসেন ও আরাফাত সানি। নতুন মুখ হিসেবে এরই মধ্যে চুক্তিতে এসেছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজ। নতুন চতুর্থ মুখ হিসেবে চুক্তিতে আসতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বা পেসার কামরুল ইসলাম রাব্বি।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করেছে। এ হিসাবে দেশটির গ্রেড ‘এ’র ক্রিকেটাররা বার্ষিক ২ কোটি রুপি বেতন পাবেন। কিন্তু তাতে সন্তুষ্ট নন তারা। তাদের অনুযোগ, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এর চেয়ে অনেক বেশি বেতন পান। সবার সঙ্গে তুলনা করে প্রতিবছর কিছু করে বাড়িয়েও বাংলাদেশের ক্রিকেটারদের বেতন খুব বেশি নয়। তবে তামিম-সাকিবদের জন্য সুখবর, এবছরও তাদের বেতন বাড়তে পারে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ।
বর্তমানে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মাসিক বেতন প্রায় আড়াই লাখ টাকা।
(এমআইআর/ ১০ এপ্রিল ২০১৭)