শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিওতে ৫৪ গুন আবেদন, লটারির ড্র ৬ ফেব্রুয়ারি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া শের্ফাড ইন্ডাজষ্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপও) ৫৪ গুণের অধিক আবেদন জমা পড়েছে। কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বন্টন করতে আগামী ০৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে লটারির ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ২০ কোটি টাকার আইপিওতে বিপরীতে এক হাজার সাতাশি কোটি তেতাল্লিশ লাখ সতের হাজার পাচ শত পঞ্চাশ টাকার আবেদন জমা পড়েছে। যাহা কোম্পানিটির চাহিদার ৫৪ দশমিক ৩৭ গুন। তবে কোন ক্যাটাগরিতে কত পরিমান আবেদন জমা পড়েছে তা জানায়নি কোম্পানিটি।
এদিকে আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ করতে আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে লটারির ড্র অনুষ্ঠিত হবে। আর সম্পূর্ন ইলেক্ট্রনিক্স পদ্ধতিতে এ লটারি সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিওতে আবেদন গ্রহন ০৮ জানুয়ারি থেকে শুরু হয়ে১৬ জানুয়ারি পর্যন্ত চলে। দেশি ও বিদেশি সব বিনিয়োগকারীকে এই সময়ের মধ্যে আবেদন করে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।
পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আইপিও আবেদনে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হয় শেয়ারহোল্ডারদের।
আর আইপিওর মাধ্যমে সংগ্রহ টাকা দিয়ে ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেশিন ও সরঞ্জামদি ক্রয়, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৭০ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
(শামীম/ ২৮ জানুয়ারি ২০১৭)