পুঁজিবাজার বিটের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত পুঁজিবাজার বিটের সাংবাদিকদের জন্য ‘ফান্ডামেন্টালস অব ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশা

লা আজ বুধবার শেষ হয়েছে।

সমাপনী অধিবেশনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণ করেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালক (বোর্ড) দেওয়ান নুরুল ইসলাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাবেক সহ-সভাপতি হাসান ইমাম রুবেল ও সিএমজেএফের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু।

এরআগে গতকাল মঙ্গলবার সকালে পুঁজিবাজার বিটের সাংবাদিকদের জন্য এ কর্মশালাটি শুরু হয়। মোট পাঁচটি সেশনে দু’দিন ব্যাপি এই কর্মশালাটি চলে।

প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘দ্য ফরমেশন অব এ কোম্পানি’ শীর্ষক কর্মশালা উপস্থাপন

করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সচিব অজিত কুমার পাল, আর দ্বিতীয় অধিবে

শনে ‘পাবলিক অফারিং এন্ড রোল অব মার্চেন্ট ব্যাংক ইন ইস্যু মেনেজমেন্ট’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট আব্দুল হান্নান জোয়ার্দ্দার।

আর দ্বিতীয় দিন সকালে ‘সিলেক্টিং সিকিউরিটি ফর ইনভেস্টমেন্ট’ শীর্ষক দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের এ্যাসিস্টেন্ট প্রফেসর এনামুল হুদা। আর এদিন লাঞ্চ ব্রেকের পর ‘এনালাইসিস এন্ড ইন্টারপ্রেটেশন অব ফিনান্সিয়াল রিপোর্ট’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক দেওয়ান নূরুল ইসলাম।

প্রশিক্ষন কোর্সটির কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন বিআইসিএমের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহিল ওয়ারিশ ও খালেদা জেসমিন মিথিলা।

সমাপনি অনুষ্ঠানে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, এখন পুঁজিবাজার সাংবাদিকতা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। অনেক গভীরের তথ্য তুলে এনে প্রতিবেদন তৈরি করতে হচ্ছে। এ জন্য সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন প্রয়োজন। বিআইসিএম এ ধরনের আয়েজনে সার্বিক সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট আব্দুল হান্নান জোয়র্দ্দার বলেন, পাবলিক গেট কিপার হিসেবে সাংবাদিকতার ভূমিকা অনেক বেশি। যে বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে  সেটা আগে সাংবাদিকদের বুঝতে হবে। কারণ আগে নিজেরাই না বুঝলে সাধারণ মানুষকে বোঝানো সম্ভব হবে না।

“এর জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আর বিআইসিএম সেই প্রশিক্ষণ দিতে সব সময়ই প্রস্তুত এবং সেটা করার চেষ্টাও করছে।”

দু’দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার বিটের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

(এসএএম/ ১৯ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)