সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে লীগ কাপের শিরোপা ম্যানইউ’র

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ জ্লাতানের নৈপুণ্যে লিগ কাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ। দলের হয়ে জোড়া গোল করেন ইব্রা। আর বাকি গোলটি করেন হেসে লিনগার্ড। অন্যদিকে সাউদাম্পটনের হয়ে জোড়া গোল করেছেন মানোলা গাব্বিয়াদিনো।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটির শুরু থেকেই ম্যানইউকে চেপে ধরে সাউদাম্পটন। দুর্দান্ত খেলেছে এদিন দলটি। দুই গোলে পিছিয়ে পড়েও সমতা ফেরায় তারা। কিন্তু শেষ অব্দি হার দিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

একাদশ মিনিটে গাব্বিয়াদিনো জালে বল পাঠান। তবে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে যায় ম্যানইউ। গাব্বিয়াদিনো নন, অফসাইডে ছিলেন রায়ান বার্ট্রান্ড।

খেলার ধারার বিপরীতেই ১৯তম মিনিটে ইব্রাহিমোভিচের দারুণ ফ্রি-কিকে এগিয়ে যায় ইউনাইটেড। বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়েও ধরতে পারেননি সাউদাম্পটন গোলরক্ষক ফর্স্টার। এরপর দুটি চেষ্টা ব্যর্থ হলেও ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিনগার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে গাব্বিয়াদিনো সফল হয়ে ছাড়েন। আর তাকে এবার ঠেকাতে ব্যর্থ হন ম্যানইউ গোলরক্ষক।

বিরতির পরই সমতায় ফেরে সাউদাম্পটন। ৪৮তম মিনিটে আবারো জাল খুঁজে পান চলতি বছরই সাউদাম্পটনে যোগ দেওয়া ইতালিয়ান ফরোয়ার্ড গাব্বিয়াদিনো। জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

আক্রমণ-প্রতি আক্রমণে ঠাসা ম্যাচে শেষ অব্দি জয়সূচক গোলের দেখা পায় ম্যানইউ। ৮৭তম মিনিটে হেডে গোল করে দলকে জয় এনে দেন ইব্রাহিমোভিচ।

(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)