ইরাকে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকার চায় চট্টগ্রাম চেম্বার

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: ইরাকের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, ওষুধ, সিরামিকস, চামড়া ও চিংড়িসহ বিভিন্ন পণ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের আহবান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার সভাপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যিক পরিমণ্ডলে চট্টগ্রামের গুরুত্ব অনেক।বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাতে নতুন প্রজন্মের উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। দেশের  অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে এ খাত।

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিকস, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চিংড়িসহ বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য ইরাকের বাজারে অবাধ প্রবেশ নিশ্চিতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স নেতাদের ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন মাহবুবুল আলম। সেই সঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্য প্রতিনিধিদল ও তথ্য-উপাত্ত বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন তিনি।

চার্জ দ্যা এ্যাফেয়ার্সের প্রধান মোহাম্মদ সালমান হামাদ বলেন, ইরাকীদের কাছে  বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্র। দু্ই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের উপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইরাক দূতাবাসের ভাইস কনসাল ওমর হাশিম মুতলাক, কর্মকর্তা আলী মোহাম্মদ আওয়াদ, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও চেম্বার কর্মকর্তারা।

মতবিনিময় শেষে অতিথিরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পারমানেন্ট এক্সপোর্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।

(এসএএম/ ০৩ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)