সায়মন বীচ রিসোর্টে বিশেষ সুবিধা পাবেন ইবিএল কার্ডধারীরা
কক্সবাজারের সায়মন বীচ রিসোর্টে আবাসন ও ডাইনিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন ইবিএল এর ক্রেডিট কার্ডধারীরা।
সম্প্রতি ঢাকায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং সায়মন বীচ রিসোর্টের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) মো. আহসানুল হোসেন এই সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
ইবিএল হেড অব লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট সৈয়দ জুলকারনায়েনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
বিনিয়োগবার্তা/এসএএম//