তাল্লু স্পিনিং

তাল্লু স্পিনিং ডিভিডেন্ড দিবে না

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দিবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।  

বুধবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত এই ঘোষণা করেছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৩৭ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭৫ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি, ২০২২।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)