বিএইচএল

কক্সবাজারে বিএইচএল গ্রুপের ডিলার কনফারেন্স

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিএইচএল গ্রুপের ডিলার কনফারেন্স-২০২২

সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলেবিএইচএল গ্রুপ ওরিয়রস মিট-২০২২শিরোনামে দু'দিনব্যাপী কনফারেন্সটি অনুষ্ঠিত হয়

দু'দিনব্যাপী আয়োজনে বিএইচএল গ্রুপ তাদের ইকো ফ্রেন্ডলি স্যানিটারি ওয়ারপারলা স্যানিটারি ওয়্যারএর উদ্বোধন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচএল গ্রুপের সব ডিলাররা

অনুষ্ঠানে বিএইচএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল ইসলাম, চেয়ারম্যান বেগম তারকা সুলতানা, গ্রুপ পরিচালক সিফাত আরমান সামি আরমান উপস্থিত ছিলেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এন এম দাউদুর রহমান

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)