শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৪৯তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৪৯তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩৪৯তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধানকার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের কয়েক জনপরিচালক উক্ত সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশগ্রহণ করেন।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিংনীতিমালা রিভিউ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মো. নাছির উদ্দিন খান, মো. মশিউর রহমান চমক, মিসেস জেবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)