তরুণ ও প্রতিশ্রুতিশীল গণমাধ্যম কর্মীদের জন্য ওয়াটারএইডের ফেলোশিপ প্রোগ্রাম
নিজস্ব প্রতিবেদক: তরুণ ও প্রতিশ্রুতিশীল গণমাধ্যমকর্মী ও পেশাদার সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইড সম্প্রতি এর ফ্ল্যাগশিপ মিডিয়া ফেলোশিপ কর্মসূচির তৃতীয় পর্ব ঘোষণা করেছে।
কর্মসূচিটি শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (সিডব্লিউআইএস), এর আওতায় গণমাধ্যম কর্মীদের জলবায়ু পরিবর্তন ও ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সংক্রান্ত বিষয়গুলোতে গভীরভাবে অনুসন্ধানে অনুপ্রাণিত ও সহায়তা করবে।
‘ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩’ এর মূল লক্ষ্য তরুণ জনগোষ্ঠীদেরকে জলবায়ু পরিবর্তন, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত চ্যালেঞ্জ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবহিত করা, এব্যাপারে নিত্য নতুন ধারনা বিনিময় এবং সচেতনতা বৃদ্ধি।
এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ আর্থিক অনুদান থাকছে ৬০ হাজার টাকা। নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ সাপেক্ষে ১৮ থেকে ৩৫ বছর বয়সি মধ্যে মোট ১০ জন ফেলো এ প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
ফেলোশিপ প্রোগ্রাম সফলতার সাথে শেষ করা অংশগ্রহণকারীদের একটি অংশগ্রহণ সনদ প্রদান করা হবে।
ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং বাংলা ট্রিবিউনের বিশেষ সংবাদদাতা উদিসা ইসলাম এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ মেন্টর হিসেবে এ প্রোগ্রামে অংশগ্রহণকারিদের বিভিন্ন পরামর্শ প্রদান করবেন।
আগ্রহীরা এ লিংকে https://forms.gle/JdsW7Lo2GvhPLecG7 প্রবেশ করে এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ নভেম্বর ২০২২। বিস্তারিত জানতে ভিজিট করুন এ ঠিকানায়: https://www.wateraid.org/bd/young-media-fellowship-on-wash-2022-2023
বিনিয়োগবার্তা/এমআর//