জেসিআই ও এইচএন্ডএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্বাবলম্বী’ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক: যুব স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা নর্থার উদ্যোগে ও রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন "এইচ & এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের" সহযোগিতায় ঢাকার ইব্রাহিমপুর এলাকায় বেশ কিছু দৃষ্টি প্রতিদবন্ধীদের আর্থিক ও জীবন যাত্রা উন্নয়নের জন্য প্রতিষ্ঠানদ্বয় ব্যবসায়িক সামগ্রী প্রদান করেছে|
সম্প্রতি অনুষ্ঠানটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কউন্সেলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়|
ইতিপূর্বে এসকল দৃষ্টিপ্রতিবন্দীদের তিন মাস ব্যাপী ব্যবসার প্রশিক্ষনের ব্যবস্থা করা হয় যাদের থেকে বাছাইকৃত দৃষ্টিপ্রতিবন্ধিদেরকে ব্যবসায়িক সামগ্রী প্রদান করা হয়েছে|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মতিউর রাহমান মোল্লা, এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব এম۔ সাফাক হোসেন, জেসিআই ঢাকা নর্থ সভাপতি জনাব সাখাওয়াত হোসেন সবুজ, প্রতিষ্ঠানদ্বয়ের উর্ধতন সদস্যবৃন্দ ও প্রমুখ|
জনাব এম۔সাফাক হোসেন স্বাগত বক্তব্য প্রদানের পর বক্তব্য রেখেছেন জেসিআই ঢাকা নর্থের সভাপতি, তারপর নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জান্নাত, বিল্লাল ও ইসরাত| অতঃপর অনুষ্ঠানের বিশেষ অতিথি কউন্সিলর জনাব মতিউর রহমান মোল্লা তার সমাপনী বক্তব্য শেষে বাছাইকৃত উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্যবসায়িক সামগ্রী প্রদান করেছেন|
বিনিয়োগবার্তা/এমআর//